Search

Loading

Wednesday, March 12, 2014

বাঙালি সমাজ, জয়পুর বিজেপি এবং নরেন্দ্র মোদির পক্ষে


ভোট বিজেপি

বাঙালি সমাজ, জয়পুর বিজেপি এবং নরেন্দ্র মোদির পক্ষে। গত বিধানসভা নির্বাচনে জয়পুরের আট বিধানসভা সিটে বাঙালি সমাজ বিজেপি কে প্রবল সমর্থন দিয়েছে। বিজেপি এবং পার্টির MLA গণ তাদের অনেক সাহাজ্য করেছেন। জয়পুরে বেশির ভাগ বাঙালি জুয়েলারী সেটিং এর কাজ করেন। তারা ডোমজুর, কালনা, কাসারিপাডা ইত্যাদি বিভিন্ন স্থান থেকে এসে এইখানে বসবাস করেন।

আমরা জানি যে পশ্চিম বঙ্গে বেকারের সংখ্যা কত বেশি সেই জন্য বাঙালি দের কাজের খোঁজে ভারতের বিভিন্ন স্থানে যেতে হয়. জয়পুর জুয়েলারী ব্যবসার একটা বড় কেন্দ্র এবং এইখানে প্রচুর কাজ এবং মজুরি ও ভালো। বাঙালি কারিগরদের দক্ষতা অতুলনীয়। জয়পুরে তাদের কাজের মূল্য আছে. এইখানে পয়সা এবং সম্মান দুই পাওয়া যায়. তবে তাদের সমস্যা ও আছে.

এইখানে থাকার জন্য ভাড়া বাডী চাই সেটা দেবে কে? বিজেপির লোকেরা তাদের সাহায্য করে. বাঙালিদের ভোটার ID, রেশন কার্ড ইত্যাদি সব কাজেই বিজেপির লোকেরা তাদের সাহাজ্য করে. দরকার হলে  MLA ও আছেন। এখানে বাঙালিরা ভালোভাবেই আছে.

জয়পুরে সবচেয়ে বেশি বাঙালিরা থাকেন জহুরি বাজারে। তাছাড়া আদর্শনগর, শংকরনগর, মালবিয়নগর, মানসরোবর, জয়সিংপুর খোর ইত্যাদি জায়গায় ও প্রচুর বাঙালি থাকেন। সব স্থানেই তাদের ব্যবস্থা ভালো আছে. আমি নিজে বিভিন্ন জায়গায় গিয়ে তাদের খোজ নিয়েছি, বেশির ভাগ জায়গায় তারা সন্তুষ্ট।

জয়পুরের বাঙালিরা পশ্চিম বঙ্গে দের আত্মীয়-স্বজন এবং বন্ধু-বান্ধব দের চিঠি লিখে বা ফোন করে বিজেপি এবং নরেন্দ্র মোদির পক্ষে ভোট দিতে বলছেন। আমি আশা করছি পশ্চিম বঙ্গে ও বাঙালিরা সোনার বাংলা গডতে বিজেপি এবং নরেন্দ্র মোদির পক্ষে ভোট দেবেন।

এই ব্লগ গুলো পডার জন্য ক্লিক করুন:

মমতার সভায় ভীড় জোটে নি দিল্লিতে


বেকার যুবকের চাকরি চাই


জয়ললিতা কে প্রধানমন্ত্রী চান মমতা


নরেন্দ্র মোদী আজ কি বললেন


Thanks,
Jyoti Kothari (Jyoti Kothari, Proprietor, Vardhaman Gems, Jaipur represents Centuries Old Tradition of Excellence in Gems and Jewelry. He is adviser, Vardhaman Infotech, a leading IT company in Jaipur. He is also ISO 9000 professional)

allvoices

No comments: